Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

বিভিন্ন সংস্থা/প্রতিষ্ঠানকে ব্যবহারের অনুমতি প্রদানকৃত বনভূমির তথ্যাদি

বিভিন্ন সংস্থা প্রতিষ্ঠানকে ব্যবহারের অনুমতি প্রদানকৃত বনভূমির তথ্যাদি

 

টাঙ্গাইল বন বিভাগের আওতাধীন বনভূমি বিভিন্ন সময়ে বিভিন্ন সংস্থাকে লীজ দেয়া হয়েছে। লীজকৃত এসকল বনভূমি অনেক ক্ষেত্রে ডি-রিজার্ভড করে দেয়া হয়েছে আবার অনেক ক্ষেত্রে ব্যবহারের অনুমতি (জরমযঃ ড়ভ টংব) দেয়া হয়েছে। ব্যবহারের অনুমতি প্রাপ্ত অনেক বনভূমিই শর্তানুযায়ী ব্যবহার করা হয় না মর্মে অভিযোগ পাওয়া যায়। বিভিন্ন সংস্থা/প্রতিষ্ঠানকে ব্যবহারের অনুমতি প্রদানকৃত বনভূমির তথ্যাদি নীচের ছকে দেয়া হলো।

ক্র নং

যে সংস্থাকে লীজ প্রদান করা হয়েছে তার নাম

জমির পরিমাণ

(এক)

কত বছরের জন্য লিজ দেয়া হয়েছে

বর্তমান অবস্থা/ মন্তব্য

 

1.

বাংলাদেশ বিমান বাহিনী

305.40

বছর উল্লেখ করা হয়নি

মধুপুর উপজেলায় এয়ার টু গ্রাউন্ড বোয়িং এন্ড ডিমোলিশন রেঞ্জ স্থাপনের জন্য ১৯৭৯ সনে ১০৩.৫০ একর এবং ১৯৮৪ সনে ২০১.৯০ একরসহ মোট-৩০৫.৪০ একর বনভূমি ব্যবহারের অনুমতি প্রদান করা হয়। উক্ত প্রতিষ্ঠান কর্তৃক ব্যবহারের প্রয়োজন না হলে বন বিভাগের নিকট হস্তান্তরের শর্ত আছে।

2.

বাংলাদেশ বিমান বাহিনী

239.80

বছর উল্লেখ করা হয়নি

সখিপুর উপজেলায় পাহারকাঞ্চনপুরে বিমান ঘাটি ও রাডার স্থাপন কাজে ব্যবহারের অনুমতি প্রদান করা হয়েছে এবং উক্ত প্রতিষ্ঠান কর্তৃক ব্যবহারের প্রয়োজন না হলে বন বিভাগের নিকট হস্তান্তরের শর্ত আছে। সে মোতাবেক উক্ত প্রতিষ্ঠান কর্তৃক ব্যবহার করা হচ্ছে।

3.

বাংলাদেশ বিমান বাহিনী

8.00

-

সখিপুর উপজেলায় পাহারকাঞ্চনপুরে বিমান ঘাটির শাহীন স্কুল প্রতিষ্ঠান জন্য বাংলাদেশ গেজেটের ১ম খন্ডে ৩১, জানুয়ারি, ২০০৮ তারিখ ৮.০০ একর বনভূমি ডি-রিজার্ভ করে দেয়া হয়েছে।

4.

বাংলাদেশ বন গবেষণা ইস্টিটিউট, চট্রগ্রাম

135.00

বছর উল্লেখ করা হয়নি

বৃক্ষাদির উপর গবেষণা কার্য পরিচালনার জন্য ব্যবহারের অনুমতি প্রদান করা হয়। ময়মনসিংহ বন বিভাগ হতে আদেশের কপি পাওয়া যায়নি। সে মোতাবেক উক্ত প্রতিষ্ঠান কর্তৃক ব্যবহার করা হচ্ছে।

5.

বাংলাদেশ বনশিল্প উন্নয়ন সংস্থা

10,647.02

বছর উল্লেখ করা হয়নি

মধুপুর উপজেলায় রাবার চাষ করার জন্য ১৯৮৮ সনে ৮,৮৫০.৬০ একর এবং ১৯৮৯ সনে ১,৭৯৬.৪২ একর তম্মধ্যে ১.০০ একর ল্যাটেক্স তৈরীর জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়কে ব্যবহারের অনুমতি প্রদান করা হয়। উক্ত প্রতিষ্ঠান কর্তৃক ব্যবহারের প্রয়োজন না হলে বন বিভাগের নিকট হস্তান্তরের শর্ত আছে। সে অনুযায়ী রাবার চাষ কাজে করা হচ্ছে।

6.

বাংলাদেশ সেনাবাহিনী

409.45

বছর উল্লেখ করা হয়নি

ঘাটাইল উপজেলাধীন শহীদ সালাহউদ্দিন, সেনানিবাস ব্রিগেড স্থাপনের জন্য অনুমতি প্রদান করা হয়। সে মোতাবেক উক্ত প্রতিষ্ঠান কর্তৃক ব্যবহার করা হচ্ছে।

7.

বাংলাদেশ সেনাবাহিনী

3,605.40

বছর উল্লেখ করা হয়নি

ঘাটাইল উপজেলাধীন শহীদ সালাহউদ্দিন, সেনানিবাসকে ফিল্ড ফায়ারিং ও পদাতিক ভারি অস্ত্র ফায়ারিং রেঞ্জ স্থাপন কাজে ব্যবহারের জন্য ১৯৯৭ সনে ৪,৩৩৯.৪০ একর এবং পরবর্তীতে ২০০৭ সওন ১,৪৩১.৬৩ একর ফেরত দিয়ে নতুনভাবে ৬৯৭.৩৯ একর ব্যবহারের অনুমতি দেয়া হয়। সে অনুযায়ী ৪,৩৩৯.৪০ (-) ১,৪৩১.৬৩+৬৯৭.৩৯=৩,৬০৫.১৬ একর বনভূমি উক্ত প্রতিষ্ঠান কর্তৃক ব্যবহার করা হচ্ছে।

মোট লজি দেয়া বনভূমি 15,350.07 - 8.00 = 15,342.07 একর